নিজস্ব প্রতিবেদক ।-রংপুর ডিসি অফিসের হিসাব সহকারী আনজুমান আরা বানুকে হত্যা মামলায় আরমান আলীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ৭ আগস্ট দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউররহমান খান এই আদেশ দেন। এসময় ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রাষ্টপক্ষের আইনজীবি আব্দুল হাদী বেলাল জানান, ২০২০ সালের ১৯ মে রংপুর মহানগরীর দক্ষিন মুলাটোল এলাকার বাসায় সত্তর বছর বয়সি আনজুমান আরা বানুকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে দুবৃর্ত্তরা। তিনি রংপুর ডিসিঅফিসের হিসাব সহকারি ছিলেন। এ ঘটনায় মৃতের জামাই এনায়েত হোসেন মোহন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত তরে আরমান আলীকে গ্রেফতার করে। আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ।মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী আরমান আলীকে দোষি সাব্যস্ত করে মৃত্যুদন্ডাদেশের আদেশ দেন।
Leave a Reply