সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

রংপুরে নিকাহ রেজিস্টার সমিতির সম্মেলনে  হট্রগোল,অসন্তোষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-  রংপুর নগরীতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির বিভাগীয় সম্মেলনে হট্রগোলের ঘটনা ঘটেছে। সভার শুরুতে দীর্ঘদিন পদবঞ্চিতরা এই হট্রোগোল করেন। এঘটনায় দিনভর নগরীর খামারপাড়া এলাকার পানসি কমিউনিটি সেন্টারে চরম উত্তেজনা বিরজা করছি। পরে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ পরিস্তিতি স্বাভাবিক হয়।
নিকাহ রেজিস্টারবৃন্দ অভিযোগ করে বলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির রংপুর বিভাগীয় সম্মেলন রোববার নগরীর খামারপাড়া এলাকার পানসি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মাহবুবার রহমানসহ বর্তমান কমিটির প্রতি অনীহ ও অসন্তোষ প্রকাশ করে হট্রোগোল পরিস্থিতি তৈরি হয়। এসময় সৈয়দপুর উপজেলার নেতা কাজী সাইয়েদুল ইসলাম, লালমনিরহাট জেলার নেতা কাজী মোখলেছুর রহমান, কাজী গোলাম মোস্তফাসহ কতিপয় নিকাহ রেজিস্টারগণ তীব্র প্রতিবাদ করেন। তারা বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার আমলে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান যিনি বর্তমানে পলাতক রয়েছেন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল রংপুরের আওয়ামী লোকজন দিয়ে কমিটি করেন। সেখানে জাতীয় পার্টি ও আওয়ামী লোকজনরাই নিকাহ রেজিস্টার পদে নিয়োগ পায়। বর্তমানে আবারও আওয়ামী লোকজনকে পূর্নবাসন করতে চাচ্ছে যা কোন ভাবেই হতে দেয়া হবে না।
লালমনিরহাট জেলার নেতা কাজী মোখলেছুর রহমান বলেন, বিগত ১৬-১৭ বছরে নিকাহ রেজিস্টার সমিতিকে আওয়ামী অঙ্গ সংগঠনে পরিনত  করেছেন। ঘুষ ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন স্থানে নিকাহ রেজিস্টার নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে কতিপয় ব্যক্তিবর্গ আওয়ামী লোকজনকে পূর্নবাসনের চেস্টা করছেন। যা কোনভাবেই মেনে নেয়া হবে না।
সৈয়দপুর উপজেলার নেতা কাজী সাইয়েদুল ইসলাম, রংপুরের কাজী গোলাম মোস্তফাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, বর্তমান নেতৃবৃন্দ একতরফাভাবে আওয়ামী ও জাতীয় পার্টির লোকজনকে পুর্নবাসন করার চেষ্টা করছেন। কমিটিতে নতুন করে পদ তাদের আবারও পদ দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। বিএনপিসহ জাতীয়তাবাদী নিকাহ রেজিস্টারগণকে ইতিপূর্বের মত আবারও বঞ্চিত করা হয়। যা কোনভাবেই মেনে নেয়া হবে না। একই অভিযোগ করেন

রংপুর মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলার নিকাহ রেজিস্টারগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com