সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

রংপুরে ভ্যান চোর সন্দেহে আটক দুইজনের মধ্যে  গণপিটুনিতে নিহত -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত
রংপুর থেকো সোহেল রশিদ।-রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যান চোর সন্দেহে দু’জনকে আটক করে স্থানীয় জনতা।পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হয়েছে।
নিহতের নাম রুপলাল (৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের শ্রী খগেনের ছেলে। অপর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার শ্রী প্রদীপ (৪৮)।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের বুড়িরহাট বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতলী নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে গনপিটুনি শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন  তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক। তিনি জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com