রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর নগরীতে সার, বীজ ও কীটনাশকের দাম কমানোসহ ৪ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর কাচারী বাজারে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহ-সভাপতি নিপেন্দ্র নাথ রায়, সদস্য সাজেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দেশের সব কার্যক্রমে যখন স্থবিরতা নেমে এসেছিল তখন দেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কৃষি উৎপাদন চালিয়ে গেছে। ফলে বিশ্বের অন্য দেশের মতো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে হয়নি, দেশের মানুষ তিন বেলা খাবার খেতে পেরেছেন। কিন্তু সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করছে না। সেই সাথে সার, বীজ ও কীটনাশকের দাম বেড়েই চলেছে। যা সামনে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। এছাড়াও তেল, ঔষধসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান তারা।
Leave a Reply