রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

রংপুরে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৮৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রানা।-‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ প্রতিপাদ্যে রংপুর নগরীতে উদ্বোধন হয়েছে ৩ দিনব্যাপী জেলা ফল মেলার। রংপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মধুমাসে ফল মেলা এটি মহতী উদ্যোগ। এ মেলায় বিভিন্ন ধরনের ফল সংগ্রহ ও অনেক জানা অজানা ফল সম্পর্কে জানা যাবে। এই মুহূর্তে বিশ্বে ফল উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। নিত্য-নতুন ফল চাষের দিক থেকেও বাংলাদেশ সফলতা পেয়েছে।
আমন্ত্রিত অতিথিরা মেলা ঘুরে দেখেন এবং ভুয়সী প্রশংসা করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, এছাড়াও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী।
এ মেলায় দেশীয় নানা ফলের সমাহার ও ফল গাছের চারার সমৃদ্ধ প্রদর্শনীর এ মেলায় ১৫ টি স্টল অংশ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com