রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

রংপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটির বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর জেলা আওয়ামীলীগের সদ্য অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে। পরে উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নগরীর কাচারী বাজারে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু।
শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে ম্যুরালে সামনে থেকে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও সারাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নগরীর বেতপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি অনুমোদন দেন। এতে তিন বছর মেয়াদি (২০১৯-২০২২) কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন। এবারের অনুমোদিত ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পায় দলের ত্যাগী প্রবীন ও নবীনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com