মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে তালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-শিক্ষার্থীদের ৬ দফা দাবীতে পীরগঞ্জস্থ রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে ২দিন ধরে আন্দোলন চলছে।
কলেজটির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় ভর্তিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সোমবার ওই কলেজে দাবী সমুহ বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
জানা গেছে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি গ্রহণ করে। দাবীগুলোর মধ্যে শিক্ষক সংকট নিরসন ও মানসম্মত শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা, ৬ মাসের মধ্যেই সেমিস্টার সম্পন্ন, ৩ মাসের মধ্যে ফলাফল প্রদান, ল্যাব মেশিনারিজ রক্ষণাবেক্ষণ অন্যতম। আন্দোলনরত শিক্ষার্থীরা রবিবার থেকে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আন্দোলন শুরু করায় কলেজে চলমান শিক্ষার্থী ভর্তি স্থবির হয়ে পড়ে। সেইসাথে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। পাশাপাশি ছাত্ররা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা কোন শিক্ষক এবং কর্মকর্তাকে একাডেমিক ভবনে ঢুকতে দেয়নি। গতকাল দুপুরে ওই কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধনও করে।
সুত্র জানায়, বাংলাদেশে ৮ টি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের মধ্যে পাবনা, বরিশাল, ঝিনাইদহ এবং পীরগঞ্জস্থ রংপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে জোরালোভাবে আন্দোলন চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, আমাদের দাবীগুলো লিখিতভাবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে অবগত করছি। আমরা দাবী আদায় করে ছাড়বোই। কলেজটির একাডেমিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত কাজ করা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com