মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রাউজানে সাংবাদিক শাহাদাত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রেস ক্লাবের নিন্দা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে সাংবাদিক মো. শাহাদাত হোসেন সাজ্জাদ-এর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ উঠেছে। তিনি জাতীয় দৈনিক আজকের দর্পণ ও ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক।
সাংবাদিক শাহাদাত হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, ২০২০ সালের ২১ জানুয়ারি রাউজানের সর্বস্তরের জনগণের ব্যানারে তরিক্বতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি-এর বিরুদ্ধে চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সে সময় দায়িত্ব পালনকালে তিনি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করেন।
ওই প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৬ নভেম্বর মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৪ নম্বর চিকদাইর শাখার উপদেষ্টা পরিচয়ে স্থানীয় মোহাম্মদ নুরুল আলম (আল ইম্মে) নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক শাহাদাত হোসেনকে ১৭ নম্বর আসামি করা হয় এবং ৫০ হাজার টাকা লুট ও আলমারি ভাঙার অভিযোগ আনা হয়।
অভিযোগ অস্বীকার করে সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা। রাউজানে দীর্ঘ ১১–১২ বছর ধরে সাংবাদিকতা করছি, সবসময় জনগণের পাশে থেকেছি। কোনো ভাঙচুর বা লুটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “রাউজানের সর্বস্তরের মানুষের ব্যানারে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উগ্র সমর্থকদের নির্যাতন, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের প্রতিবাদে ওই সড়ক অবরোধ কর্মসূচি হয়েছিল। পীর মুনির উল্লাহসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছিল। সেই সংবাদ প্রকাশ করায় আজ আমাকে হয়রানি করা হচ্ছে।”
এ ঘটনায় রাউজান প্রেস ক্লাব এক যৌথ বিবৃতিতে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম. বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা বিবৃতিতে বলেন, “সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
এছাড়া রাউজানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও মামলাটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও রাউজানে দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি সাংবাদিক আরাফাত হোসাইন-এর বিরুদ্ধেও একই সংগঠনের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছিল, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ নুরুল আলম-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মামলার এজাহারে সাংবাদিক পরিচয়ে নাম উল্লেখ না থাকায় কারা সাংবাদিক বা কারা আসামি, তা নির্ধারণ কঠিন। তদন্তে বিষয়টি যাচাই করে দেখা হবে, প্রয়োজনে চার্জশিটে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে।” খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com