বজ্রকথা ডেক্স।–২১ জুলাই/২৫খ্রি: সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত অন্ত ২০জন,২শতাধীক মানুষ আহত হয়েছে বলে সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে।ওই ঘটনায় বিমানের একমাত্র বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম নিহত হয়েছেন।
আগুনে পোড়া আহত অধিকাংশ ব্যক্তিদের শারীরিক অবস্থা গুরুতর! তাদেরকে বার্ন ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন করেছে বিমানবাহিনী। এই ঘটনায় মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন। সারা দেশে একদিনের শোক রাজধানীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ২০ আহত দুশতাধীক একদিনের শোক পালন করা হচ্ছে।
উল্লেখ্য ওই দিনের ভয়াবহ এই দুর্ঘটনার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে সন্তানদের খোঁজে বাবা-মা ও আত্মীয়স্বজনরা ছুটতে থাকেন স্কুলের দিকে। স্থানীয় লোকজনের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে উদ্ধারকর্মীরা হতভম্ব হয়ে পড়েছিলেন। ছোট ছোট ছাত্রছাত্রীদের আর্তনাদ আর দিগবিদিক ছুটে চলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে ছিল। সারা দেশের মানুষ এই ঘটনায় চোখের জল বিসর্জন দিয়েছেন।
Leave a Reply