বজ্রকথা প্রতিনিধি।– রাত পোহালেই ৭ জানুয়ারী রবিবার, সারা দেশে এক যোগে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আশা করা হচ্ছে, উৎসব মূখর পরিবেশে শতস্ফুর্ত ভাবে ভোটাধীকার প্রয়োগ করবেন ভোটার সাধারন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরোপেক্ষ করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে স্বচ্ছ ভোটের বাক্স।ব্যালট পেপার যাবে সকালে। ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ,আনসার বাহিনীর সদস্যরাও পৌছে গেছেন কেন্দ্রে কেন্দ্রে।
নির্বাচনের দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যরাও আসন সংশ্লিষ্ঠ এলাকায় পৌছে গেছেন।
৭ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হবে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
গ্রামগঞ্জে খোঁজ খবর নিয়ে জানা গেছে, নির্বাচন বিরোধীদের বিরোধীতা সত্বেও সাধারন মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নিজ কেন্দ্রে যাবেন। লক্ষ্য করা যাচ্ছে এবার মহিলা ও নতুন ভোটারদের মধ্যে ভোট দেয়ার আগ্রহ বেশী।
উল্লেখ্য সারা দেশে নির্বাচনের কাজে নিয়োজিত আছেন, রিটার্নিং অফিসার ৬৬ জন ও সহকারী রিটার্নিং অফিসার ৫৮২ জন ,তাদের অধীনে ২ লাখ ৭ হাজার ৩১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪ লাখ ৬২৪ জন পোলিং অফিসার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে ৪০,১৮৩টি ও ভোটকক্ষ রয়েছে ২,০৭,৩১২টি।
Leave a Reply