রংপুর থেকে সোহেল রশিদ।- র্যাব-১৩’র পৃথক অভিযানে দিনাজপুরে ১৩১ কেজি গাঁজা ও লালমনিরহাটে ৯৮১ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এঘটনায় চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা সদরের শ্রীপুর বালী এলাকার মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) ও ঝালকাঠির রাজপুর থানার চল্লিশ কাউনিয়া এলাকার লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০), লালমনিরহাটের আদিতমারী থানার তালুক দুলালী এলাকার আব্দুল গনির ছেলে সাইফুল ইসলাম নান্নু (৪৯)ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ সমির উদ্দিন (৫১)।
বুধবার (২৯ জানুয়ারি) র্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার রাত নয়টায় দিনাজপুর- বিরামপুর মহাসড়কের দলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর সদস্যরা। একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুন বাধা পুরাতন ফিতার বোঝার মধ্যে কৌসলে লুকানো ৪টি পাটের বস্তার মধ্যে সর্বমোট ১৩১ কেজি গাঁজা উদ্ধারসহ নেত্রকোনা সদরের শ্রীপুর বালী এলাকার মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) ও ঝালকাঠির রাজপুর থানার চল্লিশ কাউনিয়া এলাকার লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০) কে আটক করে। এছাড়াও গাঁজা বহনকারি ট্রাকটি আটক করেছে র্যাব সদস্যরা।
অপরদিকে একই দিন মঙ্গলবার বিকেলে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ মিলনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮১ পিস ইয়াবাসহ লালমনিরহাটের আদিতমারী থানার তালুক দুলালী এলাকার আব্দুল গনির ছেলে সাইফুল ইসলাম নান্নু (৪৯)ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ সমির উদ্দিন (৫১) আটক করে।
র্যাব আরও জানায়, পরবর্তী কার্যক্রমের জন্য আটককৃত আসামীগণদের স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে|
Leave a Reply