রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

লাদাখ নিয়ে জমাট বাধা সংকটের বরফ গলতে পারে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫০৬ বার পঠিত

লাদাখ নিয়ে জমাট বাধা সংকটের বরফ গলতে পারে এমনটাই আশা করছেন পর্যবেক্ষক মহল।যদিও ভারত ও চীন উত্তেজনা কমিয়ে ইতোপর্বে আট দফা বৈঠক করে ব্যর্থ হয়েছে কিন্তু নবম দফায় সামরিক বৈঠকের পর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে দ্রæত মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানোর বিষয়ে একমত হয়েছে দিল্লি ও বেইজিং। দুই দেশের মধ্য নবম দফায় সামরিক বৈঠকের পর এ সংক্রান্ত এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
সিকিমের নাকুলা সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরও শান্তির পক্ষের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা কমানোর লক্ষ্যে ধারাবাহিক আলোচনার পাশাপাশি দু’পক্ষই মুখোমুখি অবস্থানকারী বাহিনীকে সংযত রাখার বিষয়ে একমত হয়েছে। সেনাসংখ্যা কমানোর বিষয়টি দশম দফার বৈঠকে আলোচনা হবে। এ ক্ষেত্রে উভয় দেশ একমত হলে সেনা কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com