বজ্রকথা ডেক্স।- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের পর ২৬ ফেব্রুয়ারী সন্ধায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কারাগারে এই মৃত্যুর ঘটনায় এদিন সারাবেলা রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল হয়। পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং তিন জনকে আটক করেছে। কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন । জানা যায়, বৃহস্পতিবার রাতে লেখক মুশতাক আহমেদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর উপস্থিতিতে লাশের সুরতহাল সম্পন্ন হয়। পরে ওই হাসপাতালের মর্গে বেলা সাড়ে ১১টার দিকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন চিকিৎসকরা। কারাগারের পক্ষ থেকে মুশতাকের মৃত্যুর ব্যাপারে জিএমপির সদর থানায় একটি অপমৃত্যু মামলা (নং ১৩) রুজু করা হয়েছে। দুপুর ১২টার দিকে মুশতাক আহমেদের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। বাদ এশা রাজধানীর লালমাটিয়া সি-ব্্লক জামে মসজিদ কমপ্লেক্সে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শাফি মোহাইমেন সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, ময়নাতদন্তে তেমন কিছু সিমটম আমরা পাইনি, তার বাহ্যিক কোনো ধরনের আঘাত ছিল না। তবে বডির ভিতরের ইন্টারনাল অরগান আমরা সংরক্ষণ করেছি। নমুনার কেমিকেল অ্যানালাইসিসের জন্য মহাখালীতে সিআইডির ফরেনসিক ল্যাবে ও হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে ইতিমধ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে পরীক্ষার রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নির্ণয় করতে গাইড করবে। এদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয় হয়েছে।
Leave a Reply