রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

শিক্ষককে লাঞ্ছিত করায় গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল|- নড়াইল জেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ষড়যন্ত্রমূলক  অপবাদ দিয়ে লাঞ্ছিত করায়  সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাসের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক রণজিৎ সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের জাহাঙ্গীর কবীর তনু, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, গোলাম রব্বানী মুসা, প্রবীর চক্রবর্ত্তী, অঞ্জলী রাণী দেবী, খিলন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়েছে। এতে শুধু ওই স্বপন কুমার বিশ্বাসই নয়, দেশের পুরো শিক্ষক সমাজকেই অপমান করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যারা শিক্ষককে অপমান করেছে, লাঞ্ছিত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com