মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজ তৃণমূলে টিকা প্রদান সম্ভব হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা মোকাবেলায় বিশ্বের সরকার প্রধানদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। শেখ হাসিনার দক্ষতা ও দূরদর্শি নেতৃত্বের কারণে আজ তৃনমূলে টিকা প্রদান সম্ভব হয়েছে। এসময় এমপি প্রতিটি মানুষকে টিকা নেয়ার আহবান জানান।

৭ আগস্ট ২০২১ শনিবার সকালে সারাদেশে ন্যায় জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তারগাঁও ইউনিয়নের বোগদইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকাদান কর্মসুচির উদ্বোধনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, ডা. রায়হান, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ঝর্ণা রানী শীল প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি নির্ধারিত ওয়ার্ডে ২৫ উর্ধ্ব রেজিস্ট্রেশনকারীরা টিকা দিতে পারবেন। তবে বয়স্ক, নারী এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। যারা পূর্বেই রেজিস্ট্রেশন করেছেন কিন্ত হাসপাতালে টিকা গ্রহন করেননি তারা যদি ঐ ওয়ার্ডের হয় তাহলে টিকা দিতে পারবেন। টিকা দেয়ার সময় রেজিস্ট্রেশন কার্ড এবং এনআইডি সাথে আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com