রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর সাপাহার সদরে ড্রেন নির্মাণ কাজ শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলা সদরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের কয়েকদিনে মধ্যে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং এলজিইডি’র বাস্তবায়নে শুরু হয় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পূনঃনির্মাণের কাজ।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী সোমবার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “ সাপাহারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রধান সড়কের বেহাল দশা” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। যার ফলে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহনে তৎপর হয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং এলজিইডি’র বাস্তবায়নে গত ২২শে ফেব্রæয়ারি হতে শুরু হয় নতুন ভাবে ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণের কাজ। প্রাথমিক অবস্থায় তিলনা সড়কের দুই পাশে ড্রেন নির্মানের খনন কার্যক্রম শুরু হবার সাথে সাথেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দোকানদারগণ সহ এলাকার ভুক্তভোগীরা। দ্রæত গতিতে এগিয়ে চলেছে উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা উন্নীতকরণের কাজ।
সদরের স্থানীয় দোকানদার আনোয়ার হোসেন বলেন, বর্ষাকালে এই রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হতো। এমন সময় একদিন সাপাহারে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে একটি সংবাদ সামাজিক যোযাযোগ মাধ্যম ফেসবুকে দেখি। তার কিছুদিন পরেই কাজ শুরু হলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দ্যুল্লাহ আল মামুন বলেন, আমরা সরাসরি অনেক সমস্যা দেখতে পারিনা। যা সাধারণ জনগন বা পেপার পত্রিকার মাধ্যমে দৃষ্টিগোচর হয়। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিতে আসলে উপজেলা চেয়ারম্যান সহ সকলের সাথে কথা বলে আমরা ড্রেনেজ ব্যবস্থা উন্নীতকরণের কাজ শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com