বজ্রকথা ডেক্স।- ২৭ এপ্রিল /২১খ্রিঃ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে। সাংবাদিকদের সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারীতে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতায় এ অর্থ অনুদান দিয়েছেন তিনি।এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধাদের নানাভাবে অনুপ্ররেণা দিয়ে আসছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের জন্য প্রতিনিয়ত আর্থিক অনুদানসহ নানা উদ্যোগ নিয়েছেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়াসহ গরিব-অসহায় মানুষের জন্য আর্থিক বরাদ্দ, প্রণোদনা দিয়ে চলেছেন। গত রবিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের এক জরুরি সভা শেষে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস মহামারীকালে আরও ২ হাজার সাংবাদিককে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেছেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় সরকার কীভাবে সাংবাদিকদের সহায়তা করতে পারে সে ব্যাপারে ট্রাস্টি বোর্ডের জরুরি সভা ডাকা হয়। সভায় আপাতত ২ হাজার সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এ অর্থবছরে কল্যাণ ট্রাস্টের নিয়মিত সহায়তার আওতায় ২ শতাধিক সাংবাদিককে অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম দফায় সারা দেশে দলমত নির্বিশেষে ৩ হাজার ৩৫০ জন সাংবাদিককে সহায়তা দেওয়া হয়।
Leave a Reply