সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

  সাফ কথা হাসিনার অধীনে কোন পাতানো নির্বাচনে যাবে না বিএনপি – মির্জা ফখরুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পঠিত

হারুন উর রশিদ।- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি নির্বাচনমূখী দল। তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সংসদ ভেঙ্গে দিতে হবে, মন্ত্রী-এমপিদের পদত্যাগ করতে হবে। ভোট হতে হবে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে। তত্ত¡াবধায়ক ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি বলেছেন, সাফ কথা বিএনপি অবশ্যই নির্বাচেন যাবে তবে ভোট চোর স্বৈরাচার হাসিনার অধীনে কোন পাতানো নির্বাচনে যাবে না, যাবে না।
শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে কোন জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র নির্বাচনী প্রচারনায়। যা গত কয়েকদিন ধরে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন। কিন্তুু এবার জঙ্গিবাদ অস্ত্র আর কাজে আসবে না।
গতকাল শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু এবং মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের যৌথ সঞ্চলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ,বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পদক বখতিয়ার আহমেদ কচি, গাইবান্ধা জেলার সভাপতি ডা. মাইনুল হক সাদিক, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, পঞ্চগড় জেলার সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাজিব প্রধান, অধ্যাপক আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি আব্দুল গফুর, ঠাকুরগাও জেলার নেতা তৈয়মুর আলম, ঠাকুরগাও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কোরআন তেলওয়াত করেন মহানগর ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ নুরুল হক শাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com