সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৮৩ লাখ ৬৬ হাজার দু’শ ৯৭ জন এবং মারা গেছে ১৭ লাখ ২৪ হাজার ৩৯ জন।করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৫১ লাখ ২৮ হাজার পাঁচশ ৫৯ জন। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ।বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৫ লাখ ১৩ হাজার ছয়শ ৯৯ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ছয় হাজার তিনশ ৮৫ জন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে দুই কোটি ১৪ লাখ সাত হাজার তিনশ ১৪ জন।সেই হিসাবে বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে ৯৯.৫ শতাংশ করোনা রোগী।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার
Leave a Reply