ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে শ্বশুর সোলায়মান আলীকে (৬৫) বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ধর্ষক সোলায়মান ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল শ্বশুর। শ্বশুরের চাপের কারণে পুত্রবধূ বিষয়টি কাউকে জানায়নি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী পুত্রবধূ। এ ঘটনায় পুত্রবধু সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার-ইনচার্জ আব্দুল্লাহিল জামান সাংবাদিকদের জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ধর্ষক শ্বশুর সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ২৯ নভেম্বর রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply