মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।- সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়নের নব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
  ৯ আগষ্ট/২৫খ্রি: শনিবার  সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর বিশেষ সম্মিলনে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, সাংবাদিকরা ভয় পেয়ে কলম নামাবেন না। আমরা সত্যের সৈনিক, আর সত্যের পক্ষে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।
প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, গণতন্ত্র রক্ষায় তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এ স্বাধীনতা সম্ভব নয়।
সম্মিলনে জেলার ৯টি  উপজেলা থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠে কাজের সময় নানা হুমকি ও হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ বলেন, খবর সংগ্রহে গেলে প্রভাবশালী মহল ভয় দেখায়, আবার কেউ জানান, প্রশাসনিক বাধার মুখেও দায়িত্ব পালন করতে হয়। তারা সাংবাদিকদের জন্য একটি কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে। হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ।
সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।
নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক: কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা)সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন ( দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল) যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ)সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)সম্মিলন শেষে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com