চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি আব্দুর রব।- দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজ আমদানী শুরু হয়েছে।
ইতোমধ্যে ৩০ মেট্রিক টন করে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।এরই প্রেক্ষিতে গত রোববার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় খুচরা বাজারে অবিশ্বাস্য প্রভাব পরেছে, আমদানির খবরেই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা পর্যন্ত কমেছে।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম দাম কমার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে রাতারাতি পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে।’ তিনি বাজারের চিত্র তুলে ধরে জানান, শনিবার জেলার বাজারগুলোয় রমকভেদে নতুন পেঁয়াজ ১০০-১২০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ১২৫-১৩৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছিল। অথচ আমদানির খবরের পর রোববার রকমভেদে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৮৫ টাকায় এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১১৫ টাকা পর্যন্ত।
বাজার সংশ্লিষ্টরামনে করেন, আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম আরও কমে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে ।
Leave a Reply