সুবল চন্দ্র দাস ।- কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দলিত জনগোষ্টির অসহায় প্রয়াত বীরগন রবিদাসের স্ত্রী বিধবা নারী মনি রবিদাসকে সহায়তার হাতে বাড়িয়েছে কটিয়াদী রক্তদান সমিতি। ওই নারীর চিকিৎসার জন্য প্রবাসী ও বিভিন্ন জনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার ১৪ হাজার টাকা, শাড়িসহ চাল,ডাল তেল, বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে এসব তুলে দেন সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। এ সময় উপস্থিত ছিলেন রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাদেক হোসেন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল, গিয়াস উদ্দিন, কাজী রইছ উদ্দিন, মইন উদ্দিন, আব্দুল হাসিম, আনোয়ার হোসেন সানা উল্লাহ প্রমুখ। এক মাস আগে মনি রবিদাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অর্থ সংকটের কারণে তাকে এক সপ্তাহ আগে বাড়ি আনা হয়েছে। এখনও তিনি পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পাননি। উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান ওই নারীকে একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply