শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দক্ষিন এশিয়ার সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সম্মেলন হবে নেপালে পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন পীরগঞ্জে আবার ওভারব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী’র ইন্তেকাল পার্বতীপুর সমিতি ঢাকা’র কমিটি গঠিত প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত

হাওরে নতুন পঁচিশ জাতের ধানের পরীক্ষামূলক আবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের হাওর এলাকার উপযোগী নতুন জাতের ধানের গবেষণা করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিকলীতে এবার আবাদ করা হয়েছে অন্তত ২৫টি নতুন জাতের ধানের। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচারক মো. আসাদ উল্লাহ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বুধবার দুপুরে নিকলীতে এসব ধান কাটতে এসেছিালন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্নাসহ অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণ মুখে মাস্ক লাগিয়ে, মাথায় মাথাল পরে, গলায় গামছা ঝুলিয়ে, হাতে কাস্তে নিয়ে নতুন জাতের এসব ধান কর্তন করেছেন। কিশোরগঞ্জের হাওর এলাকা জেলার প্রধান বোরো উৎপাদনকারী অঞ্চল। জেলার প্রায় দুই-তৃতীয়াংশ ধান উৎপন্ন হয় হাওরে। ফলে হাওরের বোরো আবাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। হাওরে বোরো ছাড়া অন্যান্য ধান তেমন আবাদ করার সুযোগ থাকে না। আগাম বন্যায় অনেক সময় ফসল নষ্টও হয়ে যায়। ফলে হাওরের জন্য অধিক ফলনশীল ও স্বল্প জীবনকালের ধানের জাতের চাহিদা অনেক দিনের। যে কারণে হাওরের উপযোগী নতুন নতুন আরও কি কি জাতের ধান উদ্ভাবন করা যায়, সেই বিষয় নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা চালিয়ে যাচ্ছে। উপ-পরিচালক সাইফুল আলম জানিয়েছেন, নিকলীর স্বল্প পরিসর জমিতে ছোট ছোট ব্লক করে অন্তত ২৫ জাতের নতুন ধানের পরীক্ষামূলক আবাদ করা হয়েছে। এগুলোর ফলন এবং জীবনকালসহ সামগ্রিক বৈশিষ্ট পর্যবেক্ষণ করছেন কৃষি বিজ্ঞানীরা। তবে সবগুলো জাত এখনো পাকেনি। এর মধ্যে থেকেই হাওরের উপযোগী জাত বাছাই করা হবে। নেত্রকোনায়ও এসব নতুন জাতের ধানের পরীক্ষামূলক আবাদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com