রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

হুসেইন মুহাম্মদ এরশাদ স্বৈরাচারী সরকার ছিল না- জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ২৮ নভেম্বর বনানীর জাপা কার্যালয় মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ’৯০-এর আন্দোলন স্বৈরাচারবিরোধী ছিল না, বরং সেই আন্দোলন ছিল স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন।
তিনি বলেছেন,সে সময় কায়েমি স্বার্থবাদীরাই তাদের স্বার্থ রক্ষার জন্য ওই আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল। তিনি আরো বলেছেন ’৯০ সালে যেটুকু আন্দোলন হয়েছে, সেটা রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলন বলা যেতে পারে, কিন্তু তা কোনোভাবেই স্বৈরাচারবিরোধী আন্দোলন হতে পারে না। কারণ হুসেইন মুহম্মদ এরশাদের সরকার স্বৈরাচারী সরকার ছিল না। তখনকার সরকার ছিল আদালত কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক সরকার। সেই গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান পল্লীবন্ধু এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছেন। মত বিনিময় সভায় জি এম কাদের বলেন, যারা একদা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে-তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আওয়ামী লীগের সঙ্গে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। কিন্তু আমরা আমাদের স্বকীয়তা বিসর্জন দিইনি। তিনি বলেন,আমরা এখন বিরোধী দল।আমরা নির্বাচনমুখী একটি দল। গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। এদিন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, জহিরুল ইসলাম জহির, সরদার শাহজাহান, শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, নুরুল ইসলাম ওমর, আমিনুল ইসলাম ঝন্টু, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com