মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনে বিরামপুরে চার উপজেলার আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৮৭ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- ২১ আগস্টের ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিরামপুরে চার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

শনিবার(২১ শে আগস্ট) বিকেলে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ও-ই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এমপি ।বিশেষ অথিথি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাহিন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন,ঘোড়াঘাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী।অনুষ্ঠানে ৪ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com