সুলতান আহমেদ সোনা/ আনোয়ার হোসেন।- গত ৬ মাসে পীরগঞ্জে যাই ঘটুক, সেটা আলোচনার টেবিলে তেমন গুরুত্ব না পেলেও ২ মে/২৪খ্রি: বৃহস্পতিবার দুপুর থেকে আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।
গতকাল বৃহস্পতিবার থেকে পীরগঞ্জ উপজেলা সদরসহ ইউনিয়ন, ওয়ার্ডে, পাড়া গায়ে শুরু হয়ে গেছে প্রচার প্রচারণা।
লক্ষ্য করা গেছে, মাইকে মাইকে নানা কন্ঠে, নানা সুরে গাওয়া হচ্ছে প্রার্থীর সুখ্যাতি তুলে ধরে লেখা প্যারোডি গান। নানা ভঙ্গীতে চাওয়া হচ্ছে ভোট। এই অস্থির প্রচারণায় কানের বারোটা বাজলেও ভোটার সাধারন বাধ্য হয়ে তা মেনে নিচ্ছেন হাসি মুখে।
ইতোমধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে চারিদিক। দেয়ালে দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে, হোটেল, চায়ের দোকানে লাগানো হয়েছে পোষ্টার। গাছের ডালেও ঝুলছে প্রার্থীদের রঙ্গীন ব্যানার, পোষ্টার ফ্যাষ্টুন।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দ্বিতীয় দাফায় ২১ শে মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান , উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ প্রার্থী।
দেখা যাচ্ছে এবার চেয়ারম্যন পদের জন্য লড়বেন ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী।
প্রার্থীরা কেউ বসে নেই, ঘুম হারাম করে ছুটছেন ভোটারদের বাড়ী ঘরে, করছেন সালাম বিনিময়, চাইছেন দোওয়া ও সাথে ভোট। হাটে বাজারে চায়ের দোকানে চা-খোর ভোটারদেরও আনাগোনাও বৃদ্ধি পাচ্ছে ।
বর্তমানে এই ১১ প্রার্থীর মধ্যে, উপজেলা চেয়ারম্যান পদের ৩ প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে জটিল জল্পনা কল্পনা। প্রার্থীরা হচ্ছেন ১। নুর মোহাম্মদ মন্ডল, প্রতীক আনারস ২। নরে আলম যাদু , প্রতীক লাঙ্গল ৩। মোকারম হোসেন চৌধুরী প্রতীক ঘোড়া (চলবে)
Leave a Reply