মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজা ৮ বছরের শিক্ষার্থী আওফা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার রংপুর শাখায় মাত্র ৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছেন ৮ বছর বয়সী ক্ষুদে শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কুরআন হেফজ করতে সময় লাগে অন্তত ৩ বছর।কিন্ত শিক্ষার্থী আওফা ৮ বছর বয়সে মাত্র ৪ মাস ১৮ দিনে পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসাধারণ মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থী আওফা অল্প সময়ে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পরিবার-পরিজনের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ক্ষুদে শিক্ষার্থী আওফার পিতা আবু মোহাম্মদ হানজালা জানান,অন্যান্য বাচ্চারা মোবাইল নিয়ে গেমস খেলাসহ অন্যান্য কাজ করলেও আওফার মনোযোগ ছিলো হেফজ কমপ্লিট করার দিকেই। ছোটবেলা থেকেই আওফার মধ্যে কুরআন শিক্ষা ও ইসলামী অনুশাসনের প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করেছি। সে খেলাধুলায় সময় দিতো নাহ। নামাজের সময় নামাজ পড়া ও পিতা মাতার কথা শোনাসহ সার্বক্ষণিক পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখে আওফা।
এবিষয়ে ক্ষুদে শিক্ষার্থী হাফেজা আওফা জানান, ভবিষ্যতে ইসলামি জ্ঞান চর্চা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। সবাই আমার জন্য দু’আ করবেন।
তানজীমুল উম্মাহ মাদ্রাসার রংপুর জোন প্রিন্সিপাল ও তানজীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক মোঃ মহিউদ্দিন জানান,রংপুরে ২০১৭ সাল থেকে তানযীমুল উম্মাহ মাদ্রাসা যাত্রা শুরুর পর বর্তমানে ১২০০ এর অধিক শিক্ষার্থী রংপুরের ৫ টি শাখায় পড়াশোনা করছে। আওফা অসাধারণ প্রতিভাবান একজন শিক্ষার্থী। ৮ বছর বয়সে এত কম সময়ে হেফজ সম্পূর্ণ করার ঘটনা বিরল। ছোট্ট আওফার নিষ্ঠা, পরিশ্রম এবং আল্লাহর অশেষ রহমতে এই বিরল কীর্তি সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com