রংপুর প্রতিনিধি।- স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু,করোনাকালে স্কুল-কলেজের বেতন ফী মওকুফ, বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহসহ ৬ দফা দাবিতে রংপুর নগরীতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী )। ২৩ জানুয়ারি শনিবার দুপুরে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী ) এর আয়োজনে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র সমাবেশে মিলিত হয়। ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহবায়ক সাজু বাসফোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয় আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা, নারী মুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার নাহার খানম শিখা, বাসদ (মার্কসবাদী) রংপুর মহানগরের সদস্য আহসানুল আরেফিন তিতু, পীরগাছা উপজেলা ছাত্র ফ্রন্টের সংগঠক বন্যা, ছাত্রফ্রন্ট মহানগর কমিটির সদস্য নিত্যানন্দ বর্মন, রাজু বাসফোর প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সর্বস্তরের প্রগতিশীল গণমন্ত্রমনা মানুষদের ছাত্রদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তারা বলেন, দেশের সকল মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ, করোনাকালে শিক্ষার্থীদের এক বছরের বেতন ফি মওকুফ, বেসরকারী শিক্ষকদের সরকারী উদ্যোগে আর্থিক সহযোগিতা করতে হবে। ছাত্র সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
Leave a Reply