রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

পাঁচ কৃষকের ধানখেতে বিষ,ক্ষতি লাখ টাকার উপরে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।-সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে ৫ কৃষকের খেতের ধান ঘাস নিধনকারী বিষ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে  রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামে।
অভিযোগে প্রকাশ , গত ২১ এপ্রিল/২৩ খ্রিঃ শুক্রবার দিনগত মধ্যরাতে একই গ্রামের কিছু লোক পূর্বশত্রুতার জের ধরে ৫ কৃষকের   ধানের জামিতে   বিষ প্রয়োগ করেন।প্রথম দিকে বিষয়টি বোঝা না গেলেও, পরে   ধান খেত মরে যাওয়ায় বিষ প্রয়োগের বিষয়টি পরিস্কার হয়ে যায়।

এতে শতমন ধান বিষক্রিয়ায় নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এদিকে ২৭ এপ্রিল/২৩ খ্রি: বৃহস্পতিবার দুপুরে রত্নেশ্বরপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ধানখেত দেখতে গেলে জানা যায়, রত্নেশ্বরপুর গ্রামের হোসেন আলীর পুত্র বকুল মিয়া (৫০),মৃত মোখলেছার রহমানের স্ত্রী সাজে বেওয়া(৪৫), মৃত আব্দুল কাদেরের পুত্র দুদু মিয়া (৪৫), মৃত আব্দুল কাদের পুত্র ওয়াদুদ মিয়া(৩৬) , মৃত কাসেম মিয়ার পুত্র সুলতান মুন্সি (৬৫) অত্যান্ত গরিব কৃষক। ওই পাঁচ কৃষক খাস, খতিয়ান ভুক্ত প্রায় ১০০ শতক জমিতে দীর্ঘ সময় ধরে চাষবাস করে আসছেন। এবারো তারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বোর ধান আবাদ করেছিলেন। তাদের আশা ছিল, ধান তুলে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন। কিন্তু শত্রুতা তাদের সেই আশার গুড়ে বিষ ঢেলে দিয়েছে। গ্রামবাসী জানিয়েছেন,ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে এই খাস জমির দখল নিয়ে একই গ্রামের মোঃ লুৎফর রহমান (৭০) এর পুত্র শ্যামল (৩৫),শাফল(৪০), শামিম(৩২), আমিনুর(৩০), হাজের উদ্দিন (২৭) শাহীন(২৯), মৃত গোলজারের পুত্র আলম(৩২), শাহিনুর (৩৫), সেকেন্দারের পুত্র( বাদশা মিয়া(৫৫), আজিতের পুত্র রবিউল(৪০), রাজ্জাক(৪৫), সিরাজ উদ্দিনের পুত্র এন্দাদুল(৫০) এর বিরোধ ও দ্বন্দ্ব চলে আসছিল। এই জমির দখল নিয়ে ২০১৬ সালে এবং ২০২০ সালে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। সে সময় (২০২০ সালে) ইদ্রিস আলী নামে এক ব্যক্তি আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সে বিরোধ এখনো মেটেনি।
ধানের জমিতে বিষ দিয়ে খেত নষ্ট করার ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলেছেন। আশা করা হচ্ছে পুলিশ সরে জমিনে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com