নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে পল্লীশ্রী’র ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি ও ইয়ুথ দলের আয়োজনে ভ্যান র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ৭ ডিসেম্বর সোমবার র্যালীটি উপজেলার মুকুন্দপুর বাদমৌকা হতে বের হয়ে হাকিমপুর, যোগদেশপুর, গঙ্গাপুর, চিরিরপার, ভেলারপার, চকদুর্গা, আরারপার হয়ে হাবিবপুরে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
র্যালী শেষে এক পথসভায় পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন পরিচালনায় বক্তব্য রাখেন মুকুন্দপুর ইউপি সদস্য সহিদা বেগম, হাসিনা বেগম, বেলী বেগম, আক্তারুল ইসলাম, ইয়ুথ সদস্য নুরনবী, বৃষ্টি, কমিউনিটি সদস্য নুরবান আক্তার।
কমিউনিটি দলের সভা প্রধান স্বরস্বতী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেখপুরা ইউপি সদস্য দোলন রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, এইচ আর ইনচার্জ শামিমা বেগম পপি, ইয়ুথ সদস্য রঞ্জন রায় প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে। সহিংসতা বন্ধে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে কেউ দিতে চাইলে আমাদের খবর দিলে তা আইনানুক ভাবে আমরা বন্ধ করার চেষ্টা করবো।
Leave a Reply