সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার বিচার শুরু হবে সামনের মাসে। সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চুক্তি হওয়ার পর তার বিচার শুরু হবে। সামনের সোমবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাটসরা মার্কিন ক্যাপিটলে সাম্প্রতিক তান্ডবে প্ররোচনা দেওয়ার ব্যাপারে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পাঠাবে। তবে ৮ ফেব্রুয়ারির আগে যুক্তিতর্ক শুরু হবে না। ওই সময় পর্যন্ত ট্রাম্পের আইনজীবীদের প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হচ্ছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে যে তান্ডব চালিয়েছে ট্রাম্পের সমর্থকরা, সেই দায় কোনোভাবেই ট্রাম্প এড়াতে পারেন না। এমনকি সেই তান্ডবের ইন্ধনদাতা হিসেবে ট্রাম্পকেই দেখছেন তারা। এক বছর আগেও অভিশংসনের মুখে পড়েছিলেন ট্রাম্প। তবে সে যাত্রায় ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্প বেঁচে যান। – বিবিসি
Leave a Reply