নিজস্ব প্রতিবেদক।- জাতীয় পাটি (জাপা) রংপুর মহানগরীর ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে বুড়াইল বাজারস্থ স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রজমান মোস্তফা। জাতীয় পাটি (জাপা) রংপুর মহানগরীর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথিব বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাপার সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জাপার কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ। এ সময় অন্যান্যদের বক্তব্য জাতীয় ছাত্র সমাজ কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফ আলী, জাপা নেতা আবুল কাশেম মেম্বার, জাতীয় পাটি (জাপা) রংপুর মহানগরীর ৫নং ওয়ার্ড শাখার মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে জাপা নেতা আবুল কাশেম মেম্বার কে সভাপতি, মামুনুর রশীদ মামুনকে পুনরায় সাধারণ সম্পাদক এবং আব্দুর রাজ্জাক কে সাংগঠনিক সম্পাদক করে ১৫১সদস্য জাতীয় পাটি (জাপা) রংপুর মহানগরীর ৫নং ওয়ার্ড শাখা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply