রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ২৩৯ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে এ পি জে আব্দুল কালাম আজাদ রোডে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গাড়িগুলি সেখানে পার্ক করা ছিল। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যাইনি।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল পাঁচটা পাঁচ মিনিট নাগাদ জিন্দল হাউসের বাইরে এপিজে আবদুল কালাম রোডে মুদৃ ইম্প্রোভাইসড একপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। জিন্দল হাউস থেকে কয়েক মিটার দূরত্বে অবস্থিত ইজরায়েলের দূতাবাস। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। শুধুমাত্র তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলির কাঁচ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ডিভাইডারের একটি অংশের ঘাসও উঠে এসেছে। এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দূতাবাসের প্রায় দেড়শো মিটার দূরে একটি ভবনের সামনের ফুটপাথে প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় দুই কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে ফেলেছে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের ফরেন্সিক দল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও সে বিষয়ে জানানো হয়েছে।

তবে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ইজরায়েলের এক কূটনীতিবিদের গাড়িতে বোমা রাখা হয়েছিল। তিনি সামান্য আহত হয়েছিলেন। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও আপাতত সে জামিনে মুক্ত আছে।

নাম গোপন রাখার শর্তে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গি হামলা নাকি এমনি কোনও বিস্ফোরণ, সেই সংক্রান্ত কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনার পিছনে সমাজবিরোধীদের হাত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইজরায়েলের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবে দেখছে ইজরায়েল। তারইমধ্যে সিআইএসএফ জানিয়েছে, বিস্ফোরণের প্রেক্ষিতে সব বিমানবন্দর, গুরুত্বপূর্ণ জায়গা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সূত্র : রয়টার্স, এএনআই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com