রংপুর প্রতিনিধি।- জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু বলেছেন, ‘বিনা পরীক্ষায় যেমন অটোপাশ দেয়া হচ্ছে, ঠিক তেমনই বিনা পরীক্ষায় ক্ষমতায় যেতে চায় সব দিক দিয়ে ব্যর্থ এই সরকার। আমরা বিনা পরীক্ষায় সংসদে যেতে চাই না, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তন করতে চাই।’
আজ রবিবার বিকেল ৩টার দিকে রংপুরের দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেদুল রহমান আদেল, চট্রগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহবায়ক সাবেক সাংসদ এইচএম আসিফ শাহরিয়ার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব আরো বলেন, ‘আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি। কিন্তু আমার ভোট আমি দিবো ওই নিশ্চয়তা নির্বাচন কমিশন দিতে পারছে না।’
তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতার বিপক্ষে আমাদের অবস্থান। জাতীয় পার্টি গণমানুষের কথা বলছে এবং বলবে। দেশে বর্তমানে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। দেড়কোটি মানুষ করোনার কারণে চাকরি হারিয়েছে। তাদের জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান এক বছর থেকে বন্ধ, খুলতে পারছে না এটি সরকারের ব্যর্থতা। এইসব ব্যর্থতার বিপরীতে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
Leave a Reply