সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের(১,২ ও ৩ নং)ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ অবহেলিত নারীদের অধিকার আদায় এবং আইনী সহায়তা দানের জন্য মায়া রানী দাস (অভি)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হতে চান। মায়া রানী দাস বোয়ালদাড় গ্রামের অবঃ সেনাবাহিনীর সার্জন গোরকলাল দাসের মেয়ে। সে অনার্স ও মাস্টার্স ডিগ্রী নিয়ে বর্তমানে এলএলবির ছাত্রী। এছাড়া দীর্ঘ ১২/১৩ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদ)এর আদর্শে গঠিত সংগঠনের সঙ্গে জড়িত।বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)এর জেলা শাখার সিঃ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব রত থেকে যথাযথ ভাবে কাজ করে আসছেন। তিনি কেন মেম্বার নির্বাচিত হতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ” আমার নির্বাচনী এলাকায় আমার সকলের ভালোবাসাকে কাজে লাগিয়ে এলাকাকে মাদকমুক্ত করতে বাস্তব-কর্মমুখী শিক্ষা,সাংস্কৃতি,ক্রিড়া চর্চা সহ অসহায় ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং আমার ৩ টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করাই হবে আমার ব্রত।শেষে তিনি তাঁর পক্ষে এলাকার সর্বশ্রেনীর মানুষদের দোয়া, সহযোগিতা ও আশীর্বাদ এবং ভালোবাসায় জয়ী হতে চান।
Leave a Reply