সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

আবু তৈয়ব আলী দুলাল আবারও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল আবারও প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে প্যানেল মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ জনের মধ্যে একজন কাউন্সিলর বাদে সকল কাউন্সিলরবৃন্দের সমর্থনে আবু তৈয়ব আলী দুলাল ১নং প্যানেল মেয়র হিসেবে বিজয়ী হন। এছাড়াও ২নং ও ৩নং প্যানেল মেয়র পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২টি পদে উপস্থিত ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১৫ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। এতে ২নং প্যানেল মেয়র হিসেবে বিজয়ী হন ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও ৩নং প্যানেল মেয়র হিসেবে বিজয়ী হন সংরক্ষিত (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) আসনের কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি। উক্ত নির্বাচন পরিচালনা করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সচিব মো. মাহবুবার রহমান, সংরক্ষিত (১,২ ও ৩ নং ওয়ার্ড) আসনের কাউন্সিলর হাসিনা বেগম, সংরক্ষিত (১০, ১১ ও ১২ নং ওয়ার্ড) আসনের কাউন্সিলর মাজতুরা বেগম পুতুল, ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল্লাহ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হানিফ দিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন রশিদ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ আহমেদ। এছাড়াও পৌরসভার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষে পৌরসভার পক্ষ থেকে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম নব-নির্বাচিত ১নং প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও ৩নং প্যানেল মেয়র শাহীন সুলতানা বিউটিকে ফুল দিয়ে বরণ করে নেন। সর্বশেষে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আবু তৈয়ব আলী দুলালকে তার প্যানেল মেয়রের চেয়ারে বসিয়ে দেন। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী ২০২১ দ্বিতীয় ধাপে দিনাজপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী মেয়রসহ কাউন্সিলরগণ ৮ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ ও ৯ ফেব্রুয়ারী দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com