কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- সবজির চারা দিয়ে শহিদ মিনার তৈরি করেছেন এক চাষি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফসলের মাঠে ফসল দিয়ে এ শহিদ মিনার তৈরি করে প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী শাহ। থরে থরে সবুজ সবজি সাজিয়ে লাল সবজি দিয়ে রক্তলাল সূর্যের আলপনা এঁকে তৈরি করেছেন এ অপরূপ শহিদ মিনার। মিনারের নিচে সবজি চারা সাজিয়েই লেখা হয়েছে-‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’। প্রায় দেড় একর এ ফসলের মাঠের মাঝ খানটা জুড়ে তৈরি এ একুশের অনবদ্য ক্যাম্পাস। আর এ দৃষ্টিনন্দন ক্যাম্পাসও সাজানো হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে। রুমান আলী শাহ’র এ ব্যতিক্রমী শিল্পকর্ম দেখতে জাফরাবাদ গ্রামের এ ফসলের খামারে ভিড় করছেন নানা বয়সের মানুষ। তারা পরম মমতা আর শ্রদ্ধাভরে উপভোগ করছেন ফসল দিয়ে তৈরি এ ভালোবাসার মিনারের অপরূপ সৌন্দর্য। জানা গেছে, কৃষক রুমান আলী শাহ্ নিজের এক একর ১৪ শতাংশ জায়গায় গড়ে তুলেছেন কৃষিক্লাব নামে একটি প্রতিষ্ঠান। খামারের ভেতরে ৬ শতাংশ জমিতে পালং শাক এবং লাল শাক দিয়ে শহীদ মিনার, বর্ণমালা ও অতুল প্রসাদ সেনের বিখ্যাত চরণ এঁকে এলাকায় তাক লাগিয়ে দেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং তরুণ প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরতে এর আগেও সবজি দিয়ে দেশের মানচিত্র, জাতীয় পতাকা অঙ্কন করেছিলেন এই কৃষক। বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবস সবজি দিয়ে অঙ্কন করে দিবসের তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে বলে জানান এ কৃষক। কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছির মিয়া জানান, দেশপ্রেমিক এ কৃষক কৃষির মাধ্যমে ভাষা আন্দোলনের তাৎপর্য ফুটিয়ে তুলেছেন। এজন্য তাকে উপজেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
Leave a Reply