শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

গাইবান্ধায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৫৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।-  সারাদেশে ন্যায় বাংলাদেশ পুলিশের কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাতে গাইবান্ধায় পুলিশ লাইন্সে পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১। সোমবার (১লা মার্চ) ১১টায় সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১-তে গাইবান্ধা জেলায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারকে সাথে নিয়ে মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা এখানে পুলিশ লিন্সের মাটিতে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করেন। পুলিশ লাইন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবার রহমান ও গণ উনায়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন।বক্তৃতায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে গিয়ে দায়িত্ব¡ পালনের সময় যে পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জনগণ চিরকৃতজ্ঞ এবং তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীকে গর্বিত করেছে। আগামী দিনগুলোতে সকল ধরনের সহায়তা প্রদান করায় পুলিশের পরিবারের সদস্যদেরও আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে নিহত ৩০জন পুলিশের পরিবারের নিকট আত্মীয়কে ফুলের লাঠি দিয়ে উপহার দেওয়া হয়। জেলার সাত থানা থেকে আসা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com