রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে সিজার করতে গিয়ে প্রসূতির মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২০৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে নিভৃত এক পল্লীর ক্লিনিকে সিজার করতে গিয়ে এক প্রসূতির মৃত্যু হয়েছে। প্রসূতির স্বামীর অভিযোগে লাশ ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বলগাড়ী বাজারের পাশে আদর্শ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের শ্রী পিন্টু চন্দ্রের স্ত্রী শ্রীমতি স্বপ্না রানী(৩০) কে সিজার করতে নিয়ে যায় আদর্শ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। রাত সাড়ে ৮টার দিকে তার সিজার করা হলে তার প্রচুর রক্তক্ষরণ সহ জ্ঞান ফিরে না আসায় তড়িঘড়ি করে রংপুর প্রেরণ করেন। প্রসূতির লোকজন তাকে রংপুরে নিয়ে যাওয়ার পথে রংপুরের পীরগঞ্জ পৌঁছিলে রোগীর অবস্থা আশংকাজনক হলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার দেখার পর তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তী পীরগঞ্জ হাসপাতালে সরকারি এ্যাম্বুলেন্সে করে ঘোড়াঘাট আদর্শ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ফেরত পাঠায়। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়েই স্বামী বাদী হয়ে একই রাতে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘোড়াঘাট থানা পুলিশ গতকাল শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে লাশ ওই এ্যাম্বুলেন্সে করেই ঘোড়াঘাট থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আরও দেখা গেছে, ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক নূর আলম সিদ্দিকী তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে রাতেই পালিয়েছে। ডায়াগনষ্টিক সেন্টারের কেয়ার টেকার মজমুল হোসেন জানান, এই ডায়াগনষ্টিক সেন্টারে সিজার করে থাকেন ডা: মোঃ আলী আকবর খান, ডা: মোঃ শহীদ হোসেন সহ আরো দু’একজন। অপরদিকে বাজারের স্থানীয় লোকজন জানান, ডাক্তারদের সাইনবোর্ড থাকলেও অনেক ডাক্তার এখানে আসে না। পরিচালক নূর আলম সিদ্দিকী নিজেই সব অপারেশন করে থাকে। এ ডায়াগনষ্টিক সেন্টারে ইতিপূর্বেও দু একটি ঘটনা ঘটেছে। গত ২০২০ সালে ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম এক অভিযানে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে সীলগালা করে এসেছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তিন-চারদিনের মাথায় ডায়াগনষ্টিক সেন্টারটি পুনরায় চালু করা হয়। এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের নজরদারী না থাকায় দিন দিন বেড়েই চলেছে এসব ভুঁইফোঁড় ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com