ডেক্স রিপোর্ট।- গত ৬ মার্চ /২১খ্রি: বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর কেন্দ্র সফরের সময় গাড়ির দরজা থেকে বাম পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মমতা ব্যানার্জি। চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরো ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের।কিন্তু ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছেন। জানা গেছে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আঘাত লাগা পায়ে যে প্রাথমিক প্লাস্টার করেছিলেন, সেই প্লাস্টার খুলে পরীক্ষার পর আরেকটি নতুন প্লাস্টার করেছেণ। দেওয়া হয়ছে বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের পরামর্শ পুরোপুরি না মেনে আগামি সোমবার থেকে আবারো নির্বাচনী প্রচারে নামতে চাচ্ছেন। সব ঠিক থাকলে তার সফর শুরু হওয়ার কথা ঝাড়গ্রাম জেলা থেকে। এ সময় তিনি হুইলচেয়ারে বসে চলাফেরা করবেন বলে জানা গেছে। প্রচারে নামার আগে অবশ্য রবিবার বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। এর আগে গত বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন ঘটে। সূত্র: ইন্ডিয়া টুডে
Leave a Reply