রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

অশান্ত মিয়ানমার আন্দোলন দমাতে গুলি ৯০জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩০২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- অশান্ত হয়ে উঠছে মিয়ানমার। সামরিক সরকারকে হঠতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এদিকে দেশটির রাজপথে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে সেনা সরকার। ১৪ ফেব্রুয়ারী রবিবারও তিনটি শহরে নিরাপত্তা বাহিনীর গুলি চালিয়েছে এতে ১৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। অপর দিকে মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন দেশটির ‘অস্থায়ী’ বেসামরিক সরকারের প্রধান মান উইন খায়িং থান।তিনি বলেছেন, সব বিভেদ ভুলে জান্তা সরকারকে বিতাড়িত করার এটিই সবচেয়ে উপযুক্ত সময়।
জান্তা সরকারের পতন ঘটাতে এবং সু চিসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন চলছে মিয়ানমারের রাজপথে। আন্দোলন দমাতে গুলি ছুড়তেও পিছপা হচ্ছে না জান্তা সরকার। জাতিসংঘের হিসাবে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তিকে।সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অনেক নেতাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। তাঁরা আত্মগোপনে থেকেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এ জন্য জান্তা সরকারের সমান্তরালে বেসামরিক সরকারও গঠন করেছেন তাঁরা। ‘অস্থায়ী’ এই সরকারের নাম দেওয়া হয়েছে ‘কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইদাংসু লুত্তাও’ (সিআরপিএইচ)। সমান্তরাল সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করছে এই কমিটি। জান্তা সরকারের দৃষ্টিতে সিআরপিএইচ অবৈধ একটি সংগঠন। কোনো ব্যক্তি এই সংগঠনে সম্পৃক্ত হলে কিংবা সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে বলেও হুমকি দিয়েছে জান্তা সরকার।
উল্লেখ্য গত নভেম্বরের নির্বাচন নিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর টানাপড়েন চলছিল। এর মধ্যে ১ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের। জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, এক বছর পর নতুন নির্বাচন দেওয়া হবে। তবে সাধারণ মানুষ এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না। সূত্র : বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com