সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য উৎপাদন ফলানো সম্ভব -কৃষিমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৯৮ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, সারাবিশ্বে যতরকমের কৃষি পন্য উৎপাদন হয় তা সবই দিনাজপুরের মাটিতে ফলানো সম্ভব। এ এলাকার মাটি উর্বতার কারনে তা ফলন হবেও দিগুন উল্লেখ করে বলেন, বাংলাদেশের দ্রæত অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক গুরুত্বপুর্ন অধ্যায়ের নাম কৃষি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষির উন্নতিতে নিহীত রয়েছে কৃষকের অর্থনৈতিক মুক্তি। বর্তমান কৃষিতে দেশের যে অন্যান্য সাফল্য তা বঙ্গবন্ধুর দুরদর্শিতা ও পরিকল্পনার ধারাবাহিকতা। বর্তমানে কৃষিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে পাট উৎপাদনে ৭ম, কাঠাল উৎপাদনে ২য়, ধান উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৩য়, আম উৎপাদনে ৭ম, আলু উৎপাদনে ৭ম, পেয়ারা উৎপাদনে ৮ম। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আমাদের কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা ২০৩০ , ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে কৃষি সেক্টরে অর্জনের এই ধারা অব্যাহত রাখার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান। ১৫ মার্চ ২০২১, সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে ৫০ একর জমিতে সমালয় চাষের প্লট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এই অঞ্চলের সাধারণ কৃষক ও সমালয় চাষীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়নের চেয়ারম্যান ড. অমিতাব সরকার, কৃষি স¤প্রসারন অধিপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর জেলা আ.লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদুল ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মো. আসাদুরজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com