সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঢেপা নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৬৭ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: কালের আবর্তনে মরে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছোট ঢেপা নদী ও পৌরশহরের স্লুইসগেটের একপাশে পনি শূন্য হয়ে পড়ায় নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল। হয়তো কয়েক বছর পর স্মৃতির পাতা থেকে হারিয়ে যাবে ঢেপা নদী। এলাকাবাসী জানান,এক সময় ঘর থেকে বের হয়েই শোনা যেতো নদীর কলকল ধ্বনি। রং- বেরংয়ের পালতোলা নৌকা প্রকৃতিতে যোগ করতো অপরূপ সৌন্দর্য। মাঝি-মাল্লার ভাটিয়ালি গানে মুখরিত থাকতো সারাক্ষণ। দিনভর জনসাধারণের পদভারে জমে উঠতো নদীর ঘাটগুলো। এ সবই এখন শুধু স্মৃতি। নদীর বুকজুড়ে এখন সবুজের সমারোহ। লোকজন জবর দখল করে আবাদ করছে। নদীটি শুকিয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে শত শত মৎস্যজীবী। নদী খনন করা হলে মৎস্য চাষীসহ আবাদি জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে অনেক টাকা। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ঢেপা নদীর দৈর্ঘ্য : ৪২ কিলোমিটার (প্রায়) গড় প্রস্থ : ১২০ মিটার। উৎপপ্তি স্থল: আত্রাই নদী হতে (মালিজল,বীরগঞ্জ, দিনাজপুর)। নদীর গ্রতিস্থল : পূনর্ভবা নদীতে রোজাপাড়াঘাট সদর দিনাজপুর। তবে সরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীটি খনন করলে এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে স্থানীয়দের অনেকেই তাদের অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com