ফজিবর রহমান বাবু।- ১৪২৮ এর নবারুণ সাক্ষী হোক সোনার বাংলা, রূপসী বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা বাংলা, নজরুলের বাংলাদেশ; শেখ মুজিবের বাংলাদেশ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এছাড়া বিগত বছরের সুঃখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক এ প্রত্যাশা জানিয়ে বীরগঞ্জ-কাহারোলসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।এমপি গোপাল বলেন, ১৪২৮ এর নতুন সূর্য আমাদের উন্নত করুক নবজাগরণে। যে বিশ্বব্যাপী করোনা সেটি বিতাড়িত হোক। বাঙালির চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার করবার জন্য অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে সাম্প্রদায়িক উগ্র ধর্মীয় ধর্মান্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply