কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের ঐতিহ্যবাহী কুটির ও দূর্বাবিলের খালটি বিলীন এবং কাটতে কাটতে সরু ড্রেনের ন্যায় করে দিচ্ছে কতিপয় অসাধু ভূমিদস্যুরা। খালটির জন্য উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর দরখাস্ত করেও কোন উদ্যোগ নিচ্চে না জনসাধারনের অভিযোগ করেছেন। খাল ভরাট করার কারনে জলাবদ্ধতা সৃষ্টি ও শত শত কৃষক ক্ষতির শিকার হচ্ছেন। জানা যায়, জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের কতিপয় অসাধু স্বার্থপর লোকেরা চরঝাকালিয়া মৌজার কুটিরবিল থেকে দুর্বাবিল পর্যন্ত খালটিকে কাটতে কাটতে প্রায় জমির সাথে মিশিয়ে ফেলছে। এতে করে বর্ষার মৌসুমে কয়েক গ্রামের পানি এই খাল দিয়ে প্রবাহিত না হওয়ায় এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে যাচ্ছে ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি জমির উপর হুমকি হয়ে দাড়িয়েছে। যা এই এলাকার শত শত কৃষকেরা ক্ষতির স্বীকার হচ্চে বর্ষা মৌসুমে।এ এলাকার লোকজন একে অপরের সাথে পাল্লা দিয়ে তাদের বাড়ি বরাবর মাটি দিয়ে এই খালটি ভরাট করায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্চে সাধারন প্রান্তিক কৃষকেরা। এর জন্য মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের নিকট সুদৃষ্টি কামনা করেন প্রান্তিক চাষিরা। অত্র এলাকার প্রবীন ও সাবেক মেম্বার আঃ মোতালিব জানান, বহু বছর আগে থেকে বর্ষার মৌসুমে এই খাল দিয়ে এলাকার কৃষকরা তাদের ফসল নৌকা দিয়ে আনা নেওয়া করত এবং রবি মৌসুমে খাল থেকে পানি নিয়ে বোরো ধান, আলু, মরিচ,পেয়াজ সহ বিভিন্ন শীতকালীন শাক সবজি চাষাবাদ করত। এলাকার প্রান্তিক চাষিরা জানান, এখালটি প্রস্থ ছিল ১৬ ফুট।এখন এলাকার কিছু ভূমিদস্যুরা মাটি দিয়ে ভরাট করতে করতে ড্রেনের মত শরু করে ফেলেছে। ফলে বর্ষার মৌসুমে পানি চলাচল করতে পারেনা এবং জমাট বেধে থাকে। এতে করে কয়েকশত কৃষকের ফসল নষ্ট হচ্ছে। এলাকার কৃষকগন জানান আমাদের একটাই দাবি এখালটি দ্রæত খনন করে আমাদের ফসলগুলো রক্ষা করলে আমরা সকল কৃষকগন উপকৃত হব। এই ব্যাপারে কটিয়াদীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, আমি এই বিষয়টি শুনেছি, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply