সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বোরো ধানের সাথে শত্রুতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৮৯ বার পঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জে মো.ইউসুফ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার বোরো ধানের ক্ষেতে রাতের আঁধারে রাসায়নিক জাতীয় কিছু প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়া হয়েছে বলে তিনি দাবী তুলেছেন। উপজেলার পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম সাকোপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী জানান সোমবার দিনগত রাতের কোন এক সময় তার বাড়ীর পার্শ্বে বোরো ফসলের ৪১ শতাংশ জমিতে রাসায়নিক জাতীয় কিছু প্রয়োগ করা হয়েছে। নিত্য দিনের মত মঙ্গলবার সকালে তিনি জমিতে গিয়ে ধান গাছ মরা মরা দেখতে পান। এতে তার প্রায় ৩৮ হজার টাকার ক্ষতি সাধন হয়। তিনি আরও জানান পূর্ব শত্রুতা বশত তার ওই ফসলের ক্ষতি সাধন করা হয়ে থাকতে পারে। যাদের সাথে তার জমিজমা বিষয়ে দ্বন্দ্ব চলছে তাদেরকেই তিনি সন্দেহ করছেন। তিনি আরও জানান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে গত মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ২১ এপ্রিল বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com