কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে পাকুন্দিয়া পৌরসভার দরদরা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় রুবেল মিয়া (২৪) ও রুবেল মিয়া (২৫) নামে একই নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। চোরাই অটোরিকশাসহ আটক হওয়া দুইজনের মধ্যে রুবেল মিয়া (২৪) পাকুন্দিয়া পৌরসভার দরদরা গ্রামের আলামিন মিয়ার ছেলে ও রুবেল মিয়া (২৫) উপজেলার গাংধোয়ারচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসদরের মোরগ মহাল থেকে একটি অটোরিকশা চুরি হয়। এঘটনায় অটোরিকশার মালিক পৌর এলাকার মরুরা গ্রামের ইদ্রিস আলী বাদী হয়ে সোমবার ৭ জুন পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, পৌর এলাকার মরুরা গ্রামের ইদ্রিস আলীর অটোরিকশাটি তার ছেলে আবু সাঈদ চালায়। গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবু সাঈদ অটোরিকশাটি নিয়ে পাকুন্দিয়া পৌর বাজারে যায়। বাজারের মোরগ মহালে একটি জুতার দোকানের সামনে পাকা রাস্তায় রিকশাটি থামিয়ে রুবেল মিয়া নামে এক যুবককে রিকশায় বসিয়ে বাজার করতে যায় সাঈদ। কিছুক্ষণ পর সাঈদ ফিরে এসে দেখে সেখানে তার অটোরিকশাটি নেই। রিকশায় বসে রাখা রুবেলও নেই। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে, বসে থাকা যুবক তার অপর এক সঙ্গীর সহযোগিতায় অটোরিকশা চালিয়ে চলে গেছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘চুরি যাওয়া অটোরিকশাসহ দুই যুবককে আটক করা হয়েছে। অটোরিকশার মালিক বাদী হয়ে ওই দুইজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ৮ জুন আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply