মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নবাবগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত  দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে- সংবাদ সম্মেলনে বক্তারা রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে দিনাজপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

ইটনায় ধর্ষণ চেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার ও স্বীকারোক্তিসহ ৪৮ ঘন্টায় চার্জশীট দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৫৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের ইটনায় চার সন্তানের জননী এক গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি গ্রেপ্তারও আদালতে আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ ৪৮ ঘন্টায় চার্জশীট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে। বুধবার বিকালে মামলার একমাত্র আসামি খুরশিদ মিয়া (৩৫) কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট (নং-৪৫, তারিখ-১৬/৬/২০২১) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব। এর আগে সোমবার বিকালে ধর্ষণ চেষ্টার শিকার গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)খ ধারায় খুরশিদ মিয়াকে আসামি করে ইটনা থানায় মামলা (নং-৪, তারিখ-১৪/৬/২০২১) দায়ের করেন। আসামি খুরশিদ মিয়া ইটনা উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের মাহাম্মদ আলীর ছেলে। ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, গৃহবধূর স্বামী নৌকা চালান। আসামি খুরশিদ মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ বিষয়টি তার শাশুড়িকে জানালে তিনি পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে খুরশিদ মিয়াকে কিছু বলেননি। গত শুক্রবার (১১ জুন) গৃহবধূর স্বামী নৌকায় ধান নিয়ে তাড়াইল চলে গিয়ে রাতে আর ফিরেননি। এ সুযোগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আসামি খুরশিদ মিয়া কৌশলে গৃহবধূর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে। এ সময় খুরশিদ মিয়া ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে গৃহবধূর ঘুম ভেঙ্গে গেলে তিনি ডাকচিৎকার শুরু করেন। গৃহবধূর একমাত্র ছেলে মায়ের ডাক চিৎকার শুনে এগিয়ে গিয়ে খুরশিদ মিয়াকে আটকানোর চেষ্টা এবং ডাকচিৎকার শুরু করে। এ সময় খুরশিদ ধস্তাধস্তি করে ছুটে চলে গেলেও তার মোবাইল ফোনটি ফেলে যায়। গৃহবধূর স্বামী বাড়ি ফেরার পর সোমবার (১৪ জুন) বিকালে গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)খ ধারায় খুরশিদ মিয়াকে আসামি করে ইটনা থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়েরের পর ওইদিন (সোমবার, ১৪ জুন) রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামি খুরশিদ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানোর পর দুপুরে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা আক্তারের কাছে ধর্ষণ চেষ্টার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে খুরশিদ মিয়া। ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম আরো জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) মহোদয় এবং অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক মহোদয়ের নিবিড় তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব এর নিরবচ্ছিন্নভাবে সুষ্ঠু তদন্তে মামলার ঘটনা সংশ্লিষ্ট সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও জব্দকৃত আলামত সহ তথ্য প্রমাণের ভিত্তিতে দ্রুততম সময় অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে মামলার তদন্তকাজ শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। এই দ্রুততম সময়ের মধ্যে মামলার আসামি গ্রেপ্তারসহ তদন্তকাজ শেষ করে আদালতে চার্জশীট দাখিল করায় বাদী সন্তোষ প্রকাশ করেছেন। ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বলেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে তদন্ত শেষে দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিলের জন্য দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। এ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা কোনো মামলার চার্জশীট এত কম সময়ে দাখিল করা হয়নি বলেও জানান ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com