রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ছাগল বিতরণ  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন পারুল রায় ও নার্গিস দিনাজপুরে  ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সমাবেশ বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ তীব্র তাবদাহে  স্বস্তি  মিলছে  কৃষ্ণচুড়ার ছায়া রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন  শুরু হয়ে গেছে  প্রচার প্রচারণা   দিনাজপুরে কুকুরের কামড়ে আঙ্গুল হারালো ব্যাংকের আর্মড গার্ড, আহত ৬ পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার রংপুরে  ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা 

কিশোরগঞ্জে ফোন করলেই মিলবে পুলিশি সেবা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জে বেশ কয়েকটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের দরজা ও প্রবেশপথে বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সংবলিত স্টিকার সাঁটানোর মধ্য দিয়ে বিট পুলিশের স্টিকার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এসব মোবাইল নম্বরে ফোন করলেই পাওয়া যাবে পুলিশি সেবা। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন মাঠে সদর মডেল থানাধীন পৌরসভার ৪, ৭ ও ৯নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৪নং বিট পুলিশের স্টিকার বিতরণ উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের দরজা ও প্রবেশপথে স্টিকার সাঁটিয়ে দেন। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ¯েøাগানে সদর মডেল থানার এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃণমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন। সমাজ থেকে মাদক, যৌন হয়রানি, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কাজ কমে আসবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক, জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্লাহ, জেলা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ইতোমধ্যে ১৩৩টি বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১টি এবং কিশোরগঞ্জ পৌরসভায় তিনটির কার্যক্রম চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com